Friday, July 11, 2025
Homeআন্তর্জাতিকক্লাব বিশ্বকাপের ফাইনাল মাঠে বসে দেখবেন ট্রাম্প

ক্লাব বিশ্বকাপের ফাইনাল মাঠে বসে দেখবেন ট্রাম্প

আলোর যুগ প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সোমবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউসের একটি সূত্র। খবর রয়টার্সের।

এই ঘোষণার ঠিক একদিন আগেই ফিফা নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে তাদের নতুন অফিস চালুর ঘোষণা দেয়। এটি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার জন্য যুক্তরাষ্ট্রে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

চলতি বছর যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ৩২ দলের সম্প্রসারিত ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে ক্লাব বিশ্বকাপ। ফাইনালে ইংলিশ ক্লাব চেলসি মুখোমুখি হবে পিএসজি । এই ম্যাচ অনুষ্ঠিত হবে মেটলাইফ স্টেডিয়ামে।

ট্রাম্প বর্তমানে একটি হোয়াইট হাউস টাস্কফোর্সের নেতৃত্ব দিচ্ছেন। এর দায়িত্ব ক্লাব বিশ্বকাপ এবং ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজন সংক্রান্ত প্রস্তুতি তদারকি করা। সাম্প্রতিক সময়ে ট্রাম্প ক্রীড়াঙ্গনে বেশ সক্রিয় রয়েছেন; তিনি সুপার বোল, ইউএফসি এবং একাধিক ফুটবল ম্যাচে উপস্থিত থেকেছেন। এছাড়াও, তিনি ২০২৭ সালের এনএফএল ড্রাফট ওয়াশিংটন ডিসিতে আয়োজনের ঘোষণা দিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments