Monday, May 12, 2025
Homeঅপরাধকেরানীগঞ্জে চার মাসের অন্তঃসত্ত্বাকে সংঘবদ্ধ ধর্ষণ, ঢাকা মেডিকেলে ভর্তি

কেরানীগঞ্জে চার মাসের অন্তঃসত্ত্বাকে সংঘবদ্ধ ধর্ষণ, ঢাকা মেডিকেলে ভর্তি

আলোর যুগ প্রতিনিধিঃ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে (২০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন আশরাফুল ইসলাম সিয়াম (২০) ও জিৎ সরকার (১৯)।

এ ঘটনায় করা মামলার বিবরণে বলা হয়েছে, গতকাল শনিবার রাতে থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ওই নারীকে পানগাঁও ঋষিপাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জের জাজিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মোশারফ হোসেন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভুক্তভোগী ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত ৬ মার্চ মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী এক মেয়ে শিশু।

এ ঘটনায় শিশুটির বড় বোনের শ্বশুর-শাশুড়ি, স্বামী ও ভাশুরকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও নরসিংদীতে তিনদিন আটকে রেখে অন্তঃসত্ত্বা এক নারীকে দলবদ্ধ ধর্ষণ ও ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments