Thursday, December 19, 2024
Homeঅপরাধকেরাণীগঞ্জে ব্যাংকে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ তিনজনের আত্মসমর্পণ

কেরাণীগঞ্জে ব্যাংকে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ তিনজনের আত্মসমর্পণ

আলোর যুগ প্রতিনিধিঃ ঢাকার কেরাণীগঞ্জে চুনকটিয়ায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢুকে কর্মকর্তাদের জিম্মির ঘটনায় ডাকাত দলের তিন সদস্য আত্মসমর্পণ করেছে। তবে এর আগেই ঘটনাস্থলে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের বেশকিছু সদস্য পালিয়ে গেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় যৌথ বাহিনীর অভিযানে সাড়া দিয়ে অস্ত্রসহ আত্মসমর্পণ করে তিন ডাকাত। এসময় ডাকাতদের ব্যাংক থেকে আটক করে একটি সাদা মাইক্রোবাসে করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয়রা জানান, চুনকুটিয়া রূপালী ব্যাংকটিতে দুপুর দেড়টার দিকে ডাকাতদল হানা দেয়। ভবনটির দ্বিতীয় তলায় ব্যাংকে প্রবেশের পরপরই নিচতলায় বিভিন্ন ব্যবসায়ী ও দারোয়ান ডাকাতদের উপস্থিতি টের পেয়ে ব্যাংকের প্রবেশ ও বের হওয়ার দরজাটি বন্ধ করে দেন। খবর পেয়ে যৌথ বাহিনী উপস্থিত হয়ে ব্যাংকটি ঘিরে রাখে। আর আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে তাদের সাথে আলোচনার পর বিকাল সাড়ে ৫টায় ডাকাত দলের তিন সদস্য আত্মসমর্পণ করে।

র‍্যাব-১০ এর অধিনায়ক খালিদুর হক হাওলাদার বলেন, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। ভেতরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অর্থ লোপাটের ঘটনাও ঘটেনি। ব্যাংকের ভেতরে তিনজন ছিল। বাইরে ওদের লোক ছিল। আটক হওয়া তিনজনের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments