Saturday, April 19, 2025
Homeআন্তর্জাতিককুয়ালালামপুরে ফের অভিযান, বাংলাদেশিসহ আটক ৪৫

কুয়ালালামপুরে ফের অভিযান, বাংলাদেশিসহ আটক ৪৫

আলোর যুগ প্রতিনিধিঃ মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিনতাং-এ গতরাতে ফের অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানে বাংলাদেশিসহ প্রায় ৪৫ জন বিদেশী কর্মীকে আটক করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা জানিয়েছে, আটটি জনপ্রিয় আরব খাবারের দোকানে নিযুক্ত বিদেশী নাগরিকদের লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছিল।

কেএল ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ বলেছেন, রাত ১০.৪০ মিনিটে শুরু হওয়া এক ঘণ্টার অভিযানে ২১ থেকে ৪৫ বছর বয়সী ৪০ জন পুরুষ এবং পাঁচজন নারীকে গ্রেফতার করা হয়েছে। আটকদের মধ্যে ১৪ জন ইয়েমেনি, ১০ জন বাংলাদেশি, সাতজন সিরিয়ান, চারজন পাকিস্তানি, চারজন মিশরীয়, তিনজন ইন্দোনেশিয়ান, একজন আফগান, একজন ফিলিপিনো এবং একজন মিয়ানমারের নাগরিক।

তিনি এক বিবৃতিতে বলেন, তাদের সকলেই বিভিন্ন অভিবাসন অপরাধে জড়িত বলে প্রমাণিত হয়েছে, যার মধ্যে রয়েছে পাসের অপব্যবহার, বৈধ ওয়ার্ক পারমিট না থাকা এবং মেয়াদোত্তীর্ণ কাগজপত্র থাকা। তিনি আরও বলেন, অভিযানের সময় কিছু বিদেশী কর্মী রেস্তোরাঁয় গ্রাহক বলে দাবি করে পালানোর চেষ্টা করেছিল। সৌভাগ্যবশত, আমাদের প্রাথমিক নজরদারি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ অভিযানের সময় এই বিদেশী কর্মীদের গ্রাহক সেজে নিজেদের ছদ্মবেশে আনার প্রচেষ্টা সহজেই ব্যর্থ করে দিয়েছে।

রেস্তোরাঁগুলোতে বিদেশী কর্মীদের নিয়োগের বিষয়ে জনসাধারণের অভিযোগের ভিত্তিতে কেএল ইমিগ্রেশন বিভাগের ৩৫ জন কর্মকর্তা ও কর্মীকে নিয়ে এই অভিযান চালানো হয়েছিল। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সমস্ত আটক ব্যক্তিকে বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে আনা হয়েছিল। মামলাটি ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর ৩৯(খ) এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ৬(১)(গ) ধারার অধীনে তদন্ত করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments