Saturday, May 10, 2025
Homeঅপরাধকুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় স্কুল শিক্ষার্থী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় স্কুল শিক্ষার্থী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

আলোর যুগ প্রতিনিধিঃ কুষ্টিয়া শহরের প্রতীতি বিদ্যালয়ের সামনে সড়ক পারাপারের সময় বালিভর্তি ট্রলির ধাক্কায় প্লে শ্রেণীর শিক্ষার্থী ইব্রাহিম (৬) নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন তার দাদি আনোয়ারা (৫০)। রবিবার সকাল সাড়ে আটটার দিকে বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী। এ সময় চালক পালিয়ে যাওয়ায় তারা বালি ভর্তি ট্রলিটিতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। কুষ্টিয়া মডেল থানার ওসি শেহাবুর রহমান বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় ইব্রাহিম। পরে এলাকাবাসী সড়ক অবরোধ রোধ করে বিক্ষোভ শুরু করেন।

সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রিফাতুল ইসলাম বলেন, এলাকাবাসী ফুট ওভারব্রিজ নির্মাণসহ বেশ কিছু দাবি জানিয়েছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments