Tuesday, November 18, 2025
Homeঅপরাধকুমিল্লায় বিএনপির দুই গ্রুপের ধাওয়া–পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের ধাওয়া–পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ

আলোর যুগ প্রতিনিধিঃ কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, সিটি ও সেনানিবাস) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর গণমিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও ধাওয়াপাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে নগরীর চকবাজারকাপড়িয়াপট্টি এলাকায় এ উত্তেজনার সৃষ্টি হয়। এতে বিএনপির দুই গ্রুপমনিরুল হক চৌধুরী ও আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিএনপির নেতাকর্মী ও স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেলে চকবাজার এলাকা থেকে কুমিল্লা-৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে গণমিছিল শুরু হয়। ইয়াছিনের অনুসারী কুমিল্লা জেলা যুবদলের সাবেক সহসভাপতি মো. আজাদ ও মহানগর যুবদল নেতা মনছুর নিজামী অভিযোগ করেন, “আমরা শান্তিপূর্ণ লিফলেট বিতরণ করছিলাম। কিন্তু তারা বাইরে থেকে লোক এনে আমাদের ওপর হামলা করেছে।”

অন্যদিকে মনিরুল হকের অনুসারী দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান মজুমদার বলেন, “আমাদের বিশাল গণমিছিলের শেষ অংশে একটি পক্ষ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। এতে মিছিলের বড় কোনো ক্ষতি হয়নি। ঘটনাটি খতিয়ে দেখে দলীয় ব্যবস্থা নেওয়ার জন্য নেতৃবৃন্দকে জানাবো।”

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, চকবাজার এলাকায় দুই পক্ষের অনুসারীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় পটকা সদৃশ কয়েকটি শব্দ শোনা যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments