Friday, January 10, 2025
Homeবিনোদনকুমার শানুর আত্মহত্যার চেষ্টা, বাঁচিয়েছিলেন পরকীয়া প্রেমিকা

কুমার শানুর আত্মহত্যার চেষ্টা, বাঁচিয়েছিলেন পরকীয়া প্রেমিকা

আলোর যুগ বিনোদনঃ ক্যারিয়ারের শুরুতেই পরকীয়ায় নাম জড়ায় ভারতের সংগীতশিল্পী কুমার শানুর। এদিকে শিল্পীর পরকীয়া প্রেমিকা অভিনেত্রী কুনিকা সদানন্দও সেই সম্পর্কের কথা অকপটে স্বীকার করে নেন। তাদের ছয় বছরের সম্পর্ক বিবাহ বহির্ভূত হলেও তাতে আপত্তি নেই তার। কুমার শানুকে একেবারে স্বামীর চোখেই দেখেন কুনিকা। সম্প্রতি কুনিকা এক সাক্ষাৎকারে দাবি করেন, গায়ক অসুখী দাম্পত্য সম্পর্কে ছিলেন। গায়কের স্ত্রী রীতা ভট্টাচার্যর শানুর ওপর মানসিক নির্যাতন চালাতেন। আর এর জেরেই ডিপ্রেশনে চলে যান।

এক্ক পুরোনো ঘটনা শেয়ার করে কুনিকা দাবি করেন, ‘আমরা একসাথে ডিনার করছিলাম, এবং শানু মদের ঘোরে ছিলেন। তিনি কাঁদতে শুরু করেন এবং হোটেলের জানালা থেকে লাফ দিতে চান। তিনি গভীরভাবে হতাশাগ্রস্ত ছিলেন। তার বোন, ভাগ্নে এবং আমি তাকে ধরে রেখেছিলাম।’

কুনিকা বলেন, ‘আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম কারণ তিনি সত্যিই কষ্ট পাচ্ছিলেন। তিনি বিয়ে ভাঙতে চাননি বা সন্তানদের ছেড়ে যেতে চাননি। তাকে শান্ত করার পর আমি তাকে তার সন্তান ও কাজের প্রতি তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিলাম। আমি মনে করি, ওই মুহূর্তটি আমাদের আরও কাছাকাছি নিয়ে এসেছিল। এরপর তিনি ফিরে এসে আমার পাশের একটি ফ্ল্যাটে চলে আসেন। আমরা খাবার বিনিময় শুরু করলাম। এভাবেই সম্পর্কের শুরু।‘

কুমার শানুকে স্বামীর চোখে দেখতেন কুনিকা। শানুর সেই পরকীয়া প্রেমিকা এও জানান, তারা ছয় বছর ধরে সম্পর্কে থাকলেও শানুর পরিবার এবং তার সন্তানদের প্রতি শ্রদ্ধার কারণে এই সম্পর্ককে গোপন রেখেছিলেন।  ১৯৮০ সালে কুমার শানু তার প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্যকে বিয়ে করেন এবং ১৯৯৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। প্রাক্তন দম্পতির তিনটি সন্তান রয়েছে। এরপর ২০০১ সালে, কুমার শানু সালোনি ভট্টাচার্যকে বিয়ে করেন। তাদের ঘরেও রয়েছে দুই সন্তান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments