আলোর যুগ প্রতিনিধিঃ সোমালিয়ার জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া ২৩ নাবিকসহ বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ দেশের জলসীমায় প্রবেশ করেছে। জাহাজটি সোমবার বিকালে কুতুবদিয়া পৌঁছাবে।
আমিরাত থেকে আনা চুনাপাথর খালাসের পর এটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেবে। জাহাজে থাকা নাবিক নুর উদ্দিন গণমাধ্যমকে জানান, আমরা এখন বঙ্গোপসাগরে। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুতুবদিয়ায় পৌঁছাবো। সেখানে আমাদের সঙ্গে চুনাপাথর আনলোড করে জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়বে।
সার্বিক বিষয়ে জাহাজের মালিক কবির গ্রুপের মিডিয়া এডভাইজার মিজানুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এমভি আব্দুল্লাহ গতকাল দেশের জলসীমায় প্রবেশ করেছে। আজ ১৩ মে জাহাজটি কুতুবদিয়া পৌঁছাবে।সেখানে জাহাজে থাকা চুনাপাথর খালাসের জন্য দুইদিন অবস্থান করবে। এরপর জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের উদ্দেশ্যে রওনা দেবে। সেখানে বাকি মালামাল খালাস করা হবে।’
তিনি আরও বলেন, ‘জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে তাদের গণমাধ্যমের মুখোমুখি করা হবে। তারা সাংবাদিকদের সঙ্গে তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন। আমরা এবং নাবিকদের পরিবার তাদের রিসিভ করবো। প্রসঙ্গত, গত ১২ মার্চ সোমালিয়ার জলদস্যুরা ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ এমভি আব্দুুল্লাহ জাহাজকে জিম্মি করে। অনেক দেন-দরবারের পর বড় অঙ্কের মুক্তিপণ নিয়ে দস্যুরা ১৪ এপ্রিল জাহাজটি ছেড়ে দেয়।