
আলোর যুগ প্রতিনিধিঃ মিয়ানমারের সীমান্ত এলাকায় সাইবার ক্রাইম এবং অপরাধ সাম্রাজ্য গড়ে তোলা কুখ্যাত মিং মাফিয়া পরিবারের ১১ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে চীন। দেশটির ঝেজিয়াং প্রদেশের একটি আদালত এই রায় কার্যকর করার ঘোষণা দিয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, এই চক্রটি দীর্ঘ এক দশক ধরে মিয়ানমারের লাউকাইং শহরকে কেন্দ্র করে বিশাল স্ক্যাম সাম্রাজ্য গড়ে তুলেছিল। তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ড, অবৈধভাবে মানুষকে আটকে রাখা, জালিয়াতি এবং জুয়ার আড্ডা পরিচালনার মতো গুরুতর সব অভিযোগ প্রমাণিত হয়েছে।
মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়া অনলাইন প্রতারণা ও মানবপাচারের বিরুদ্ধে এটি বেইজিংয়ের একটি বড় ধরনের কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে। আদালতের নথিপত্রে উঠে এসেছে, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে এই চক্রটি প্রায় ১০ বিলিয়ন ইউয়ান (১.৪ বিলিয়ন) মার্কিন ডলার হাতিয়ে নিয়েছে। এই বিশাল অর্থ আয়ের নেপথ্যে ছিল সাধারণ মানুষকে অপহরণ করে বন্দি রাখা এবং তাদের দিয়ে জোরপূর্বক অনলাইন স্ক্যাম পরিচালনা করা।
ঝকঝকে ক্যাসিনো আর রঙিন আলোর নিচে লাউকাইং শহরকে এক ভয়াবহ অপরাধের জনপদে রূপান্তর করেছিল এই মিং পরিবার। প্রতিবেদনে বলা হয়েছে, এই মাফিয়া চক্রের কার্যকলাপে অন্তত ১৪ জন চীনা নাগরিক প্রাণ হারিয়েছেন এবং অসংখ্য মানুষ গুরুতর আহত হয়েছেন। এই পরিবারের প্রধান মিং সুয়েচাং ২০২৩ সালে আটকের হাত থেকে বাঁচতে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন বলে জানা গেছে।
