Wednesday, August 27, 2025
Homeআন্তর্জাতিককিম জং–উনের সঙ্গে ট্রাম্পের বৈঠক নিয়ে যা জানা গেল

কিম জং–উনের সঙ্গে ট্রাম্পের বৈঠক নিয়ে যা জানা গেল

আলোর যুগ প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরেই উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের সঙ্গে বৈঠক করতে চান। ওয়াশিংটনে সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং–এর সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প এই তথ্য জানিয়েছেন। সোমবার হোয়াইট হাউসে লিকে স্বাগত জানিয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ভবিষ্যতে উপযুক্ত সময়ে কিমের সঙ্গে দেখা করতে চাই। আমি চাই সেটি এ বছরই হোক।

গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি বাণিজ্য চুক্তি হয়। এতে দক্ষিণ কোরিয়া মার্কিন শুল্ক ছাড়ের সুযোগ পায়। তবে এখনও পারমাণবিক নিরাপত্তা, সামরিক ব্যয় এবং দক্ষিণ কোরিয়ার যুক্তরাষ্ট্রে ৩৫ হাজার কোটি ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতিসহ কয়েকটি বিষয়ে আলোচনা চলছে।

লি জে মিউং বৈঠকে ট্রাম্পের সঙ্গে গলফ ও শান্তি প্রসঙ্গে কথা বলেন। তিনি ট্রাম্পের লেখা ‘দ্য আর্ট অব দ্য ডিল’ বইটি পড়েছেন বলেও উল্লেখ করেন। লির আশা, ট্রাম্প কোরীয় উপদ্বীপে শান্তি ফিরিয়ে আনবেন এবং কিম জং–উনের সঙ্গে বৈঠকের মাধ্যমে নতুন উদ্যোগ নেবেন। লি ট্রাম্পকে অক্টোবরের এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, ওই সফরের সময় ট্রাম্প চাইলে কিম জং–উনের সঙ্গে দেখা করতে পারেন।

অন্যদিকে, উত্তর কোরিয়ার পক্ষ থেকে ট্রাম্পের প্রস্তাবের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া প্রমাণ করে যে ওয়াশিংটন কোরীয় উপদ্বীপ নিয়ন্ত্রণে নিতে চায়। বৈঠকের পর লি বলেন, কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তার দাবি, বর্তমানে দেশটির বছরে ১০ থেকে ২০টি পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে।

ট্রাম্প ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম মেয়াদে দায়িত্ব পালনকালে কিমের সঙ্গে সরাসরি কূটনীতি শুরু করেছিলেন। তবে তখন কোনো চুক্তি হয়নি। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পরও তিনি কিমকে আলোচনায় ফিরতে আহ্বান জানালেও সাড়া মেলেনি। এবার নতুন করে বৈঠকের প্রস্তাব দিয়ে আবারও কূটনীতি শুরু করার ইঙ্গিত দিলেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments