Wednesday, August 27, 2025
Homeজাতীয়কিনশাসার পথে বাংলাদেশ পুলিশের ১৮০ শান্তিরক্ষী

কিনশাসার পথে বাংলাদেশ পুলিশের ১৮০ শান্তিরক্ষী

আলোর যুগ প্রতিনিধিঃ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদানের উদ্দেশে বাংলাদেশ পুলিশের একটি ফরমড পুলিশ ইউনিট (এফপিইউ) কিনশাসা যাত্রা করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে যোগ দেওয়া এ ইউনিটের কন্টিনজেন্টে রয়েছেন ১৮০ জন পুলিশ সদস্য। এর মধ্যে ৭০ জন নারী পুলিশ সদস্যও রয়েছেন। কন্টিনজেন্টটির নেতৃত্বে আছেন পুলিশ সুপার জান্নাত আফরোজ।

মিশনগামী শান্তিরক্ষীদের বিদায় জানান অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম, ডিআইজি (অপারেশন্স) মোঃ রেজাউল করিম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ইউএন অপারেশন্স উইংয়ের কর্মকর্তারা।

২০০৫ সাল থেকে বাংলাদেশ পুলিশের ফরমড পুলিশ ইউনিট কঙ্গোতে দায়িত্ব পালন করছে। আর নারী কন্টিনজেন্ট যোগ দেয় ২০১১ সালে। উল্লেখযোগ্য যে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের যাত্রা শুরু হয় ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মাধ্যমে।

বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ২১৫ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে এফপিইউ মিশনে ১৭৮ জন এবং ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার (আইপিও) পদে রয়েছেন ৩৭ জন। এছাড়া ৭৫ জন নারী পুলিশ সদস্য বর্তমানে শান্তিরক্ষা মিশনে কর্মরত আছেন। এর মধ্যে ৬৮ জন এফপিইউ মিশনে এবং ৭ জন আইপিও হিসেবে কাজ করছেন।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দীর্ঘদিনের অবদান রেখে বাংলাদেশ পুলিশ আজ আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ মর্যাদা অর্জন করেছে। এখন পর্যন্ত ২১ হাজার ৮১৬ জন সদস্য দায়িত্ব শেষে দেশে ফিরেছেন। এসময়ে শান্তিরক্ষা কার্যক্রমে নিজেদের জীবন উৎসর্গ করেছেন ২৪ জন সাহসী সদস্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments