Friday, July 4, 2025
Homeআন্তর্জাতিককিছু দেশের ওপর ৭০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

কিছু দেশের ওপর ৭০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

আলোর যুগ প্রতিনিধিঃ ৫ দিনের আলটিমেটাম দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ৯ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর ৭০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ করা হবে।

শুক্রবার দ্য ইকোনোমিক টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। তিনি ঘোষণা করেন, ৯ জুলাইয়ের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত না হলে ১ আগস্ট থেকে ১০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।

ট্রাম্প বলেন, আমরা আগামীকাল থেকেই ১০-১২টি দেশের কাছে চিঠি পাঠাতে শুরু করব। এ চিঠিতে নতুন শুল্কের কথা জানানো হবে। তিনি আরও বলেন, দ্বিপাক্ষিক চুক্তিকে তিনি বেশি গুরুত্ব দেন এবং বহুপাক্ষিক আলোচনায় সময়ক্ষেপণ হওয়ায় সরাসরি শুল্কারোপের পথে হাঁটছেন।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমরা পাঁচটি দেশকে যুদ্ধের হাত থেকে রক্ষা করেছি—ভারত-পাকিস্তান, কসোভো-সার্বিয়া এবং আফ্রিকার কঙ্গো ও রুয়ান্ডা। আফ্রিকার সংঘর্ষকে তিনি ‘৩০ বছরের যুদ্ধ’ আখ্যা দেন এবং বলেন, এতে ৬০ লাখ মানুষ মারা গেছে। ইরানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমাদের হামলা ছিল নিখুঁত আঘাত। এখন তাদের সুর বদলে গেছে, তারা আর খারাপ কথা বলছে না বরং এখন দেখা করতে চায়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে আংশিক বাণিজ্য চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী ভিয়েতনাম থেকে আসা পণ্যে ২০ শতাংশ এবং চীন থেকে ভিয়েতনাম হয়ে আসা ট্রান্সশিপমেন্ট পণ্যে ৪০ শতাংশ শুল্ক ধার্য হবে। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা এখনো চলমান। জাপানকে ‘কঠিন অংশীদার’ উল্লেখ করে ট্রাম্প বলেন, দেশটির ৩০ বা ৩৫ শতাংশ শুল্ক দিতে হতে পারে, যা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments