Saturday, November 23, 2024
Homeঅপরাধকারাগারে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

কারাগারে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

আলোর যুগ প্রতিনিধিঃ ইমরুক কায়েস নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম আসামি সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক এই আদেশ দেন।

এসময় আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জামিন ও উন্নত চিকিৎসা চেয়ে প্রদানের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে কারাবিধি অনুযায়ী চিকিৎসা প্রদানের আদেশ দেন। নথি থেকে জানা গেছে, গত ৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। পরদিন আদালত তেজগাঁও থানার হত্যা মামলায় সাত দিন রিমান্ডে পাঠায়। পরে কারাগারে আটক থাকা অবস্থায় গত ৩০ অক্টোবর তাকে আদালতে হাজির করা হয়। এরপর মোহাম্মদপুর থানার মামলায় তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments