Sunday, November 23, 2025
Homeখেলাকাম্প ন্যুয়ে ফেরার ম্যাচে বার্সেলোনার দাপুটে জয়

কাম্প ন্যুয়ে ফেরার ম্যাচে বার্সেলোনার দাপুটে জয়

আলোর যুগ স্পোর্টসঃ দীর্ঘ সময়ের পর সংস্কারের পর কাম্প ন্যুয়ে ফিরেছে বার্সেলোনা এবং ফিরে আসার ম্যাচে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে আথলেতিক বিলবাওকে ৪-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে উঠে এসেছে হান্সি ফ্লিকের দল। শনিবার ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে দুই গোল করে ব্যবধান গড়েন রবের্ত লেভানদোভস্কি ও ফেররান তরেস। দ্বিতীয়ার্ধের শুরুতে ফের্মিন লোপেস গোল করে ব্যবধান আরও বাড়ান। ম্যাচের শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ফেররান তরেস। চোট কাটিয়ে ফিরেও গোল না পেলেও দুটি অসাধারণ অ্যাসিস্ট দেন লামিনে ইয়ামাল।

বিলবাওয়ের মিডফিল্ডার সানসেত ৫৪ মিনিটে লাল কার্ড পান, যার ফলে ১০ জনে খেলতে হয় সফরকারীদের। কিন্তু তিন গোলের ব্যবধানের আগেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল বার্সেলোনা। বার্সেলোনা ম্যাচজুড়ে ৬৮ শতাংশ পজেশন রেখে ১৯টি শট নেন, যার মধ্যে ৭টি লক্ষ্যভেদ করে। বিপরীতে ১৩ শট নেওয়া বিলবাওয়েকে মাত্র ২টি শট লক্ষ্যভেদ করতে সক্ষম হয়।

এই জয়ের ফলে বার্সেলোনা লা লিগায় টানা ১২ ম্যাচে অপরাজিত থেকে ১০ জয় ও ২ ড্রয়ে ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে। সমান পয়েন্ট থাকা রেয়াল মাদ্রিদ গোল পার্থক্যে পিছিয়ে ২য় স্থানে রয়েছে। ৯০৯ দিন পর দর্শক সমর্থনের উপস্থিতিতে কাম্প ন্যুয়ে খুলে দেয় বার্সেলোনা। সংস্কারের পর স্টেডিয়ামের ধারণক্ষমতা হবে ১ লাখ ৫ হাজার। ফেরার ম্যাচে আপাতত ৪৫ হাজার দর্শক অংশগ্রহণ করেন।

প্রথম দুই মিনিটে বার্সেলোনা দুইবার আক্রমণ চালায়। চতুর্থ মিনিটে লেভানদোভস্কির গোলের মাধ্যমে দলকে এগিয়ে নেয়া হয়। ২৪ মিনিটে তরেসের ফিনিশিং অফসাইড হওয়ায় গোল বাতিল হয়। প্রথমার্ধের যোগ করা সময়ে ইয়ামালের পাস ধরে তরেস দ্বিতীয় গোল করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে লোপেস তৃতীয় গোল নিশ্চিত করেন। ম্যাচের শেষ মিনিটে ইয়ামালের পাস থেকে তরেসের গোলে ৪-০ ব্যবধান গড়ে জয় নিশ্চিত হয়। বার্সেলোনা কোচ রাফিনিয়াকে মাঠে নামান চোট কাটিয়ে ফেরা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হিসেবে। ম্যাচে বার্সেলোনা দাপট দেখালেও বড় পরীক্ষা পায় গোলরক্ষক হোয়ান গার্সিয়া এবং ক্রসবারের ওপর দিয়ে হেড করা শট ঠেকাতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments