Saturday, November 23, 2024
Homeজাতীয়কাতারের আমির ঢাকায়

কাতারের আমির ঢাকায়

আলোর যুগ প্রতিনিধিঃ দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। আজ সোমবার বিকাল ৫টার দিকে বিশেষ বিমানে করে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানুয়ারিতে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এটি প্রথম উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় সফর। কাতারের আমির ও তার সফর সঙ্গীরা-লা মেরিডিয়ান-হোটেলে অবস্থান করবে।

সোমবার সন্ধ্যায় দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন কাতারের আমির। এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরের সঙ্গে প্রথমে একান্ত বৈঠক এবং পরে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

এছাড়া, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বঙ্গভবনে কাতারের আমিরের সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। সফরে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments