Friday, January 2, 2026
Homeআন্তর্জাতিককাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে খোলা হয়েছে শোক বই

কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে খোলা হয়েছে শোক বই

আলোর যুগ প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এই শোক কর্মসূচির অংশ হিসেবে দূতাবাস প্রাঙ্গণ ও ‘বাংলাদেশ হাউস’-এ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দূতাবাস প্রাঙ্গণে একটি শোক বই খোলা হয়। শোক বইয়ে প্রথম প্রহরে সার্কের মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারোয়ার স্বাক্ষর করে গভীর সমবেদনা প্রকাশ করেন। এরপর প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার কূটনৈতিক প্রতিনিধিরা শোক বইতে স্বাক্ষর করেন।

এছাড়া মিশরের কূটনীতিক, নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ‘নেপাল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’-এর সভাপতিসহ স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শোক বইতে স্বাক্ষর করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments