Monday, November 25, 2024
Homeখেলাকলম্বিয়াকে বিধ্বস্ত করে শিরোপা আর্জেন্টিনার

কলম্বিয়াকে বিধ্বস্ত করে শিরোপা আর্জেন্টিনার

আলোর যুগ স্পোর্টসঃ ফুটবল ইতিহাসে নিজেদের অন্যতম সেরা সময় কাটছে আর্জেন্টিনার। বিশ্বকাপ থেকে কোপা আমেরিকা, সবখানেই যেন আলবিসেলেস্তেদের দাপট। ফুটসালেও নিজেদের সেরা প্রমাণ করেছে তারা। কনমেবল সাব-২০ ফুটসাল টুর্নামেন্টের ১০ম আসরের ফাইনালে কলম্বিয়াকে উড়িয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা।

পেরুতে আয়োজন করা হয় দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের ফুটসাল টুর্নামেন্ট। যেখানে সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-০ গোলে উড়িয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। সোমবার লিমার ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা।

শিরোপা নির্ধারণী ম্যাচে কলম্বিয়াকে ৪-২ গোলে হারায় আর্জেন্টিনা। এই টুর্নামেন্টে নিজেদের প্রথম শিরোপা জিতেছিল ২০১৬ সালে। ১০ আসরের বাকি আট আসরের চ্যাম্পিয়নই ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধে ৩-২ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে গোলগুলো করেন সোনের, আলভারেজ, গ্রানাডা ও সিলগুয়েরো। কলম্বিয়ার হয়ে জোড়া গোল করেন লিলে।

এর আগে, গ্রুপ পর্বে দুই জয় ও দুই ড্র নিয়ে রানার্সআপ হয়ে সেমিতে ওঠে আর্জেন্টিনা। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হয় তারা। ব্রাজিলকে সেমিফাইনালে বিদায় করে ফাইনাল নিশ্চিতের পর এবার শিরোপাও ঘরে তুলল মেসির দেশের ফুটসাল খেলোয়াড়েরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments