Sunday, August 24, 2025
Homeক্রিকেটওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে টাইগাররা

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে টাইগাররা

আলোর যুগ স্পোর্টসঃ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠে এলো বাংলাদেশ। গত শনিবার কলম্বোতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ১৬ রানে জিতে এক ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠে এসেছে টাইগাররা।

বাজে পারফরমেন্সের কারণে গত মে মাসে ১৮ বছর পর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দশম স্থানে নেমে যায় বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জয়ের পর ৭৮ রেটিং নিয়ে নবম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

বাংলাদেশের উন্নতিতে এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে ৭৭ রেটিং পাওয়া ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজের রেটিং ব্যবধান মাত্র ১।

শ্রীলংকার কাছে আগামীকাল মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হারলে ১ রেটিং কমবে বাংলাদেশের। তখন ওয়েস্ট ইন্ডিজের সমান ৭৭ রেটিং হবে টাইগারদের। তারপরও রেটিংয়ে ভগ্নাংশের হিসাবে এগিয়ে থাকার সুবাদে নবম স্থানেই থাকবে বাংলাদেশ।

তবে শ্রীলংকার বিপক্ষে শেষ ম্যাচ জিতলে ২ রেটিং পাবে বাংলাদেশ। তখন ৮০ রেটিং নিয়ে নবম স্থানেই থাকবে বাংলাদেশ।

বর্তমানে ১০২ রেটিং নিয়ে পঞ্চম স্থানে আছে শ্রীলংকা। বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ জিতলে ১০৩ রেটিং নিয়ে পঞ্চম স্থানেই থাকবে শ্রীলংকা। হেরে গেলে ২ রেটিং হারাবে লংকানরা। কিন্তু তাদের অবস্থানের কোন পরিবর্তন হবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments