Saturday, September 20, 2025
Homeক্রিকেটওমানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত

ওমানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত

আলোর যুগ স্পোর্টসঃ এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানকে ২১ রানে হারিয়েছে ভারত। এই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হল ভারত। আর গ্রুপ পর্বে ৩ ম্যাচের সবগুলোতেই হারল ওমান। সমানসংখ্যক ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয় পাকিস্তান। এই গ্রুপ থেকে আগেই সুপার ফোর নিশ্চিত করে ভারত ও পাকিস্তান।

আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৮৮ রান তোলে ভারত। শুরুটা করে অভিষেক শর্মা। তিনি মাত্র ১৫ বলে ৩৮ রান করেন। পাঁচ চার ও দুই ছক্কায় ঝড় তোলেন।

সাঞ্জু স্যামসন অবশ্য ধীর গতিতে খেলেছেন। শেষ পর্যন্ত তিনি ৪৫ বলে ৫৬ রান করেন। অক্ষর পাটেল ১৩ বলে ২৬, তিলক ভার্মা ১৮ বলে ২৯ রান করেন। শেষ দিকে হারশিত রানা ৮ বলে অপরাজিত ১৩ রান করে ইনিংস শেষ করেন। ওমানের ফয়সল শাহ, জিতেন রমনন্দি ও আমির কালিম দুইটি করে উইকেট নেন।

জবাবে ওমান ভালো শুরু করে। ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে তোলে ৪৪ রান। জতিন্দর সিং এগিয়ে খেলেন। তিনি ভারতের আরশদীপের সুইং সামলে চার মেরে চাপ কমানোর চেষ্টা করেন। কিন্তু ভারতের স্পিনার কুলদীপ যাদব এসে ম্যাচ ঘুরিয়ে দেন। নিজের দ্বিতীয় ওভারে তিনি ওমান অধিনায়ক জতিন্দরকে বোল্ড করেন। জতিন্দর করেন ৩৩ বলে ৩২ রান।

এরপর আমির কালিম আর হাম্মাদ মির্জা দ্বিতীয় উইকেট জুটিতে তোলেন ৯৩ রান। সেই জুটিই একটা সময় ভারতের বিপক্ষে অসম্ভব একটা জয়ের স্বপ্ন দেখাচ্ছিল ওমানকে। তবে ১৮তম ওভারে কালিম ৪৬ বলে ৬৪ রান করে বিদায় নিলে সে স্বপ্ন ভেঙে যায়। পরের ওভারে হাম্মাদ মির্জাও ৩৩ বলে ৫১ করে বিদায় নেন। ম্যাচ তখন ওমানের ধরাছোঁয়ার অনেক বাইরে। শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল ৩৪ রান। সে ওভারে দলটা তুলে ফেলেছিল ১২ রান। ফলে শেষমেশ ২১ রানের হার সঙ্গী হয় তাদের।

তবে ওমান শুরু থেকে ভারতকে চাপে রেখেছিল। সে চাপটা নিজেদের ইনিংসের ১৯তম ওভার পর্যন্ত ধরে রেখেছিল তারা। এমন কিছু পাকিস্তান ম্যাচেও তো হয়নি! ভারত তিন ম্যাচ জিতেছে বটে, তবে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে তারা পড়ল অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ওমানের বিপক্ষেই। তিন ম্যাচের মধ্যে সবচেয়ে কম নেট রান রেট এই ম্যাচ থেকেই পেল দলটা। পাকিস্তান আর আমিরাত যে গ্রুপে আছে, সে গ্রুপে ভারতকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে ফেলার তৃপ্তি নিয়ে এশিয়া কাপ থেকে বিদায় নিল ওমান।

সংক্ষিপ্ত স্কোর :

ভারত : ১৮৮/৮, ২০ ওভার (স্যামসন ৫৬, অভিষেক ৩৮, ফয়সাল ২/২৩)।

ওমান : ১৬৭/৪, ২০ ওভার (কালিম ৬৪,  মির্জা ৫১, কুলদীপ ১/২৩)।

ফল : ভারত ২১ রানে জয়ী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments