Saturday, November 23, 2024
Homeআন্তর্জাতিকএরদোগানের সাথে শাহবাজ-ইলহামের বৈঠক, আলোচনা কোন বিষয়ে?

এরদোগানের সাথে শাহবাজ-ইলহামের বৈঠক, আলোচনা কোন বিষয়ে?

আলোর যুগ প্রতিনিধিঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাথে কাজাখস্তানের রাজধানী আস্তানায় বৈঠক করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সাংহাই সহযোগিতা সংস্থার রাষ্ট্রীয় নেতাদের ২৪তম শীর্ষ সম্মেলনে ফাঁকেই তিন নেতার এই বৈঠক হয়েছে।

বুধবারের এই রুদ্ধদ্বার ত্রিপক্ষীয় বৈঠকে এরদোয়ান আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যার পাশাপাশি নিজের দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে এরদোগান বলেন, তুরস্ক, আজারবাইজান এবং পাকিস্তান বিভিন্ন ক্ষেত্রে অনেক যৌথ পদক্ষেপ নিতে পারে। তাতে তিন দেশের লাভ হবে।

তুরস্ক, আজারবাইজান এবং পাকিস্তান সামরিকসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়েও একমত হয়েছে। এর আগে তিন দেশ যৌথ সামরিক মহড়াও করেছে। এরদোগান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেছেন। দুই দেশের কৌশলগত সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments