Saturday, January 18, 2025
Homeশিক্ষাএমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু

এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু

আলোর যুগ প্রতিনিধিঃ দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১ ঘণ্টা অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। দেশের ১৯টি পরীক্ষাকেন্দ্রের একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এবার আবেদনপত্র জমা পড়েছে ১ লাখ ৩৫ হাজার ২৬১টি।

কোটাসহ মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০টি। সেই হিসেবে এ বছর ১টি আসনের বিপরীতে লড়ছেন ২৫ জন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ লাখ ৪ হাজারের বেশি শিক্ষার্থী মেডিকেল কলেজগুলোয় ভর্তি পরীক্ষায় অংশ নেন। এ বছর আসনপ্রতি বেড়েছে প্রতিদ্বন্দ্বিতা। এদিকে, পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার আগেই কেন্দ্রে প্রবেশ করাসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

উল্লেখ্য, দেশে মেডিকেল কলেজ রয়েছে ১১০টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি ও বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি। এছাড়া, একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে। সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে হয় মেধাতালিকার ভিত্তিতে। ভালো কলেজে ভর্তি হন তালিকার ওপরে থাকা শিক্ষার্থীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments