Sunday, November 24, 2024
Homeআন্তর্জাতিকএবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিলো স্লোভেনিয়া

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিলো স্লোভেনিয়া

আলোর যুগ প্রতিনিধিঃ এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের দেশ স্লোভেনিয়া। দেশটির সংসদ অনুমোদন দিলেই বিষয়টি কার্যকর হবে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলোব। তিনি অবিলম্বে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত বন্ধসহ সব জিম্মির মুক্তি চেয়েছেন।

লুব্লজানায় এক সংবাদ সম্মেলনে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমাদের সরকার ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

এর আগে, ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের তিন দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে।

দেশগুলো বলেছে, তাদের এই স্বীকৃতি দেওয়ার মানে হলো মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার প্রতি সবার মনোযোগ আকর্ষণ করা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments