Saturday, January 18, 2025
Homeখেলাএনদ্রিকের জোড়া গোল, কোয়ার্টারে রিয়াল

এনদ্রিকের জোড়া গোল, কোয়ার্টারে রিয়াল

আলোর যুগ স্পোর্টসঃ অবশেষে গোলখরা কাটলো এনদ্রিকের। চার মাস পর গোলের দেখা পেলেন তিনি। রিয়াল মাদ্রিদের জার্সিতে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান এই কিশোর। এতে বড় জয় পেয়েছে রিয়ালও। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে সেলতা ভিগোকে ৫-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছে লস ব্লাঙ্কসরা।

৩৭তম মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। প্রতি-আক্রমণে মাঝমাঠে বল পেয়ে ডি-বক্সে ঢুকে পড়েন কিলিয়ান এমবাপে। পায়ের কারিকুরিতে সঙ্গে লেগে থাকা খেলোয়াড়কে এড়িয়ে জোরাল শটে তিনি খুঁজে নেন জাল। এগিয়ে যাওয়ার পর আত্মবিশ্বাসী হয়ে ওঠে রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ায় তারা। দিয়াসের দারুণ পাস পেয়ে ৪৮তম মিনিটে জাল খুঁজে নেন ভিনিসিয়ুস জুনিয়র।

কামাভিঙ্গার করা ভুলে ৮৩তম মিনিটে ব্যবধান কমায় সেলতা ভিগো। নিজেদের ডি-বক্সের পাশে ভুল পাস দিয়ে বসেন ফরাসি মিডফিল্ডার। বল পেয়ে অরক্ষিত বাম্বাকে খুঁজে নেন পাবলো দুরান। ঠাণ্ডা মাথায় বাকিটা সারেন কোত দি ভোয়ার ফরোয়ার্ড। যোগ করা সময়ের প্রথম মিনিটে ডি-বক্সে বাম্বাকে রিয়ালের রাউল আসেন্সিও ফাউল করায় পেনাল্টি পেয়েছিল সেলতা ভিগো।

সেখান থেকে সফল স্পট কিকে সমতা ফেরান আলোনসো।অতিরিক্ত সময়ে দুর্দান্ত শটে রিয়ালকে আরেকবার এগিয়ে নেন এন্দ্রিক। ১১২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে তীব্র গতির শটে ব্যবধান আরও বাড়ান ভালভার্দে। ১১৯তম মিনিটে ব্যবধানে ৫-২ করে জয় নিশ্চিত করেন এন্দ্রিক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments