Thursday, September 19, 2024
Homeক্রিকেটএখনও হাথুরুর বিদায় চান বিসিবির বর্তমান সভাপতি

এখনও হাথুরুর বিদায় চান বিসিবির বর্তমান সভাপতি

আলোর যুগ স্পোর্টসঃ নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। দায়িত্ব পেয়ে বুধবার বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির নতুন প্রধান। সেখানেই তার কাছে জানতে চাওয়া হয়েছিল জাতীয় দলের বর্তমান প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়ে। প্রসঙ্গত, সভাপতি হওয়ার আগেও বাংলাদেশের প্রধান কোচের পদ থেকে হাথুরুর বিদায় চেয়েছিলেন ফারুক আহমেদ।

হাথুরুর ভবিষ্যৎ নিয়ে নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি কতদিন আমি আসলে জানি না। তবে আমি আমার আগের অবস্থানেই আছি (হাথুরুকে জাতীয় দলের কোচ হিসেবে চান না)। এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি। এখন আমি বিকল্প খুঁজবো, তার চাইতে বেটার কাউকে পাই কি না, কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কি না এসব দেখবো।’

সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিবেন জানিয়ে ফারুক আহমেদ বলেন, ‘এরপর বাকিদের সাথে আলাপ করবো, সিইও আছেন, আগে যারা কাজ করেছেন তাদের সাথে কথা বলে নেবো। তারপরে…আসলে আমি ওই অবস্থান থেকে সরিনি এখনো।’ স্থানীয় কোচদের প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, ‘লোকাল কোচ আমার মনে হয় খুব ভালো আছে। তবে আমিই একমাত্র ডিসিশন মেকার হওয়া উচিত নয়। হয়তো আমার ওপর দায়িত্বটা বেশি। কারণ, আমি সিদ্ধান্ত নেব। কিন্তু অন্যদের সঙ্গেও কথা বলতে হবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments