Thursday, September 4, 2025
Homeজেলার খবরএক ইলিশ বিক্রি হলো ১২ হাজারে

এক ইলিশ বিক্রি হলো ১২ হাজারে

আলোর যুগ প্রতিনিধিঃ মেঘনা নদীতে ধরা পড়া একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ১২ হাজার টাকায়। মঙ্গলবার (২ আগস্ট) চাঁদপুর বড়স্টেশন মাছবাজারে নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী মনসুর আহমেদ মাহিম। তার দাবি, এটি বাজারের সবচেয়ে বড় ও সেরা ‘রাজা ইলিশ’।

আড়াই কেজি ওজনের ইলিশটির দাম শুনে বাজারে আসা ক্রেতারা বিস্মিত হন। কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আসা ক্রেতা সোহেল হোসেন বলেন, “মাছটির সাইজ যেমন বড়, তেমনি দেখতে চমৎকার। কিন্তু ১২ হাজার টাকা দাম শুনে অবাক হয়েছি। এত দামে সামর্থ্যবানরাও কিনতে চাইবেন না। হয়তো শখের বশে বা বিশেষ আয়োজনে কেউ কিনবেন।”

ব্যবসায়ী মনসুর আহমেদ জানান, নোয়াখালীর নদী অঞ্চল থেকে জেলেরা ইলিশ নিয়ে এলে নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি মাছটি পান। তার ভাষায়, “আড়াই কেজির এই রাজা ইলিশের দাম পড়েছে ১২ হাজার টাকা। এছাড়া ২ কেজি ২০০ গ্রামের আরেকটি ইলিশ কিনেছি ৮ হাজার ৮০০ টাকায়।”

তিনি আরও বলেন, বর্তমানে বাজারে ক্রেতা কম। তাই সামান্য লাভ পেলেই মাছগুলো বিক্রি করবেন। বাজার ঘুরে দেখা গেছে, কয়েক দিনের ব্যবধানে প্রতি কেজি ইলিশের দাম বেড়েছে ২০০ থেকে ৪০০ টাকা। চাঁদপুরে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০-২৭০০ টাকায়। ৭০০-৮০০ গ্রামের ইলিশের দাম ১৭০০-১৮০০ টাকা এবং জাটকা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬০০-৮০০ টাকায়।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, “ভরা মৌসুম হলেও সাগর থেকে ইলিশ আসছে না। মেঘনা নদীর কিছু লোকাল মাছই এখন বাজারে পাওয়া যাচ্ছে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments