Friday, October 18, 2024
Homeঅপরাধএকদিনে গাজায় ৬৪ জনকে হত্যা, ইসরায়েলি ধ্বংসযজ্ঞ চলছে

একদিনে গাজায় ৬৪ জনকে হত্যা, ইসরায়েলি ধ্বংসযজ্ঞ চলছে

আলোর যুগ প্রতিনিধিঃ ইসরায়েলি বাহিনী বুধবার গাজায় কমপক্ষে ৬৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে। তাদের বেশিরভাগই ছিলেন উত্তরাঞ্চলে। যেখানে ছয় দিনের অবরোধ জাতিসংঘকে স্কুল-আশ্রয় কেন্দ্রের পাশাপাশি হাসপাআন্তর্জাতিক ডেস্কতাল বন্ধ করতে বাধ্য করা হয়েছে।

এদিকে আল জাজিরা আরবি জানিয়েছে, বৃহস্পতিবারও ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার খান ইউনিসের আল ফাত্রি এলাকায় একটি বাড়িতে বোমা হামলা করেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছে।

গাজার উত্তর অংশে ধ্বংসাত্মক অবরোধ এবং কেন্দ্রীয় নুসিরাত ক্যাম্পের কাছাকাছি এলাকায় বিমান হামলা সহ গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলের সামরিক হামলার সময় এই হত্যাকাণ্ড ঘটেছে। এর আগে, ওয়াফা বার্তা সংস্থা জানায়, গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

প্রায় এক বছর ধরে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সেখানে ইতোমধ্যেই ৪২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত কমপক্ষে ৪২ হাজার ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৯৭ হাজার ৭২০ জন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments