Thursday, July 31, 2025
Homeখেলাউরুগুয়েকে উড়িয়ে কোপা ফাইনাল ও অলিম্পিকে ব্রাজিল

উরুগুয়েকে উড়িয়ে কোপা ফাইনাল ও অলিম্পিকে ব্রাজিল

আলোর যুগ স্পোর্টসঃ নারী কোপা আমেরিকায় উরুগুয়েকে উড়িয়ে দিয়ে ফাইনালে নাম লেখাল টুর্নামেন্টের হট ফেভারিট ব্রাজিল। দাপুটে এই জয়ে সেলেসাও মেয়েরা ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে জায়গা নিশ্চিত করেছে। বুধবার সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে নয় আসরের মধ্যে আটবারই শিরোপা উৎসব করা সেলেসাও মেয়েরা।

জোড়া গোল করে ম্যাচের নায়িকা অ্যামান্ডা গুতিয়েরেস। এ নিয়ে টানা ৫ম বারই ফাইনালে উঠেছে ব্রাজিল। ফাইনালে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। ২০২২ সালে এই কলম্বিয়াকে হারিয়েই শিরোপা জিতেছিল ব্রাজিল। ইকুয়েডরের রাজধানী কুইটোতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল।

১১ মিনিটে মার্তার নিখুঁত ক্রসে হেড করে গুতিয়েরেস দলকে এগিয়ে দেন। দুই মিনিট পরই জিও গারবেলিনির কাছ থেকে ব্যবধান দ্বিগুণ হয়। ২৭তম মিনিটে পেনাল্টি থেকে মার্তা তার প্রথম গোল করে স্কোর দাঁড় করান ৩-০। দ্বিতীয়ার্ধে ৫১তম মিনিটে ইসা হাসের আত্মঘাতী গোলে উরুগুয়ে ব্যবধান কমালেও ৬৫ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে নিজের দ্বিতীয় গোল করেন গুতিয়েরেস।

শেষ দিকে বদলি খেলোয়াড় দুদিনহা গোল করে নিশ্চিত করেন ব্রাজিলের ৫-১ গোলের দাপুটে জয়। এখন পর্যন্ত এই প্রতিযোগিতার ৯টি আসর মাঠে গড়িয়েছে, যার মধ্যে ৮ বারই শিরোপা জিতেছে ব্রাজিলের মেয়েরা। মাঝে একবার আর্জেন্টিনা জিতেছিল। ফাইনালে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments