Monday, April 28, 2025
Homeবিনোদনউদিত নারায়ণের বাসভবনে অগ্নিকাণ্ড

উদিত নারায়ণের বাসভবনে অগ্নিকাণ্ড

আলোর যুগ বিনোদনঃ ভারতীয় শিল্পী উদিত নারায়ণের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। গতকাল সোমবার রাত সোয়া নয়টার তার আন্ধেরির শাস্ত্রী নগরে বহুতল ভবনে আগুন লাগে। হঠাৎ আগুনের শিখা ও ধোঁয়ার কুন্ডলী দেখে বাসিন্দারা চমকে যান। তার কিছু ক্ষণ পর সকলে উপলব্ধি করতে পারেন আগুন লেগেছে। এর পর জরুরি কর্মীরা পৌঁছায় ঘটনাস্থলে। তবে এতে উদিত নারায়ণের পরিবারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তবে সঙ্গীতশিল্পীর এক প্রতিবেশীর প্রাণহানি হয়েছে, তাঁর নাম রাহুল মিশ্র। বহুতলের ১১ তলায় থাকতেন তিনি। অগ্নিকাণ্ডে গুরুতর জখম হওয়ার পরে কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। জরুরি বিভাগে চিকিৎসা শুরু করেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ব্যক্তির মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও এক ব্যক্তি।

কী ভাবে অগ্নিসংযোগ ঘটল, তদন্ত চলছে। কর্তৃপক্ষের অনুমান, বিদ্যুৎ সংক্রান্ত কোনও কারণে ঘটে থাকতে পারে। অন্য দিকে, এক প্রত্যক্ষদর্শীর কথায়, একটি বাড়িতে প্রদীপ জ্বালানো হয়েছিল। সেই প্রদীপ থেকে সামনে থাকা পর্দায় আগুন ধরে যায়। বাড়ির গৃহিণী ছুটে গিয়ে নীচে নিরাপত্তারক্ষীকে জানান বিষয়টি। তত ক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে বহুতলে। ঘটনার পরে এখনও কোনও বিবৃতি মেলেনি সঙ্গীতশিল্পীর তরফে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments