Sunday, October 26, 2025
Homeজেলার খবরউত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে শুরু মেট্রো চলাচল

উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে শুরু মেট্রো চলাচল

আলোর যুগ প্রতিনিধিঃ বর্তমানে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে মেট্রো চালু হয়েছে। অন্যদিকে বন্ধ রয়েছে আগারগাঁও-মতিঝিল অংশে ট্রেন চলাচল। রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল লাইনের যে পিলার থেকে বেয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনা ঘটেছে, সেটি মেরামত করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কারিগরি টিম।

রবিবার বিকালে এমআরটি লাইন-৬ প্রকল্প পরিচালক আবদুল ওহাব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বেয়ারিং প্যাড খুলে পড়া অংশে মেরামত কাজ চলছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে মেট্রো চালু করা হয়েছে। মেট্রো চলাচল শুরু হয়েছে।

এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, ঘণ্টাখানেকের মধ্যেই উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হবে। দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের সংলগ্ন ৪৩৩ নম্বর পিলার থেকে একটি রাবারের বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর থেকে মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

বিকাল সোয়া ৩টার দিকে ডিএমটিসিএলের কারিগরি টিম একটি মেইন লিফট গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং বিয়ারিং প্যাড ছিটকে পড়া পিলারটির মেরামত কাজ শুরু করে। সরেজমিনে ফার্মগেট এলাকায় গিয়ে তা দেখেছেন এই প্রতিবেদক।

ঘটনাস্থলে থাকা এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আশরাফ সিদ্দিক বলেন, ডিএমটিসিএলের টেকনিক্যাল টিম এসেছে, তারা পিলারটি মেরামত করছে। উত্তর থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে বলেও তিনি জানিয়েছিলেন। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল আজ শুরু নাও হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments