Saturday, November 23, 2024
Homeশিক্ষাউত্তরায় শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে অভিভাবকরাও

উত্তরায় শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে অভিভাবকরাও

আলোর যুগ প্রতিনিধিঃ রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের পাশের রাস্তায় অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। সেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকেরাও রয়েছেন। আজ বিকাল সাড়ে ৩টার পর উত্তরা ও এর আশপাশের এলাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে ফুটপাতে শিক্ষার্থীদের অবস্থান নিতে দেখা যায়।

অন্যদিকে, শনিবার বেলা দেড়টার বিএনএস সেন্টারের সামনে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেখানে ছাউনি বানিয়ে অবস্থান করছেন তারা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুটি দল বিএনএস সেন্টারের নিচে রয়েছে।

বিএনএস সেন্টারের পেছনের গলিতে দাঁড়ানো এক অভিভাবক বলেন, ‘আমরা এসেছি আমাদের সন্তানদের নিরাপত্তার জন্য। আমরা শান্তি চাই। আর একটা গুলিও নয়। এই গুলি আমাদের টাকায় কেনা।’ অভিভাবকদের অনেকে বলেন, ‘ওরা গুলি করুক, আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করবো। কেউ ভয়ে পালিয়ে যাবো না।’ শিক্ষার্থীদের প্ল্যাকার্ডে ‘আমার ভাই কবরে, খুনি তুই কেন বাইরে’, ‘পুলিশ তুমি কার, জনগণের নাকি শেখ হাসিনার!’ এ রকম নানা স্লোগান লেখা ছিল।

সরেজমিনে দেখা যায়, বেলা দেড়টার দিকে আজমপুর আমির কমপ্লেক্সের সামনে অবস্থান করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেখানে ছাউনি বানিয়ে অবস্থান করছেন তারা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন বিএনএস সেন্টারের সামনে ও জসীমউদ্দীন এলাকার মূল সড়কে অবস্থান নিয়েছে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments