Saturday, April 12, 2025
Homeঅপরাধউত্তরায় ফ্ল্যাট থেকে চীনা নাগরিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

উত্তরায় ফ্ল্যাট থেকে চীনা নাগরিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আলোর যুগ প্রতিনিধিঃ রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই চীনা নাগরিকের নাম ওয়াং হো (৩৮)। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৬নং রোডের ৬৩ নম্বর ৬ষ্ঠ তলা বাড়ির নিচতলার ফ্ল্যাটের একটি কক্ষ থেকে ওই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ফ্ল্যাটটিতে সহকর্মীদের সঙ্গে থাকতেন বলে জানিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

পুলিশ ধারণা করছে, ধারালো ছুরি দিয়ে ওই চীনা নাগরিককে খুন করা হয়েছে। সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশের অপরাধ তদন্ত শাখার (সিআইডি) পুলিশ পরিদর্শক শেখ রাসেল কবির জানান, আঘাতের ধরন বিশ্লেষণে বোঝা যায় ১৪ থেকে ১৫ ঘণ্টা আগে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় মোট ১১টি ছুরির আঘাত পাওয়া গেছে। তবে কে বা কারা ওই চীনা নাগরিককে ছুরিকাঘাত করেছে তা জানা যায়নি।

হত্যার আলামত উদ্ধারের বিষয়ে তিনি বলেন, আলামত হিসেবে দুটি মোবাইল ও ভিকটিমের রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়েছে। তার পুরাতন ও নতুন দুইটা পাসপোর্ট পাওয়া গেছে। এদিকে পুলিশ সূত্র জানায়, ফ্ল্যাটটিতে ওই চীনা নাগরিকের সঙ্গে তার আরও এক চীনা ব্যবসায়িক পার্টনার থাকতেন। তাদের এক বাংলাদেশি ড্রাইভার ছিল। তবে রুমে তাদের কাউকেই পাওয়া যায়নি।

জানা যায়, মৃত ওয়াং হো তার বাবার মৃত্যুর পর গত ১৮ ফেব্রুয়ারি চীন থেকে বাংলাদেশে আসেন। এর দুই দিনের মধ্যেই লাশ হন তিনি। বাংলাদেশে তার পার্টনারে ব্যবসা ছিল। উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, চীনা নাগরিক তার সহকর্মীদের নিয়ে ওই বাসায় এক মাস আগে ভাড়ায় উঠেন। তিনি বাংলাদেশে নয় বছর ধরে পার্টনারে পাথরের ব্যবসা করতেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments