Wednesday, May 7, 2025
Homeঅপরাধউত্তরায় প্রকাশ্যে নারী-পুরুষকে কোপানোর মামলায় আরও তিনজন রিমান্ডে

উত্তরায় প্রকাশ্যে নারী-পুরুষকে কোপানোর মামলায় আরও তিনজন রিমান্ডে

আলোর যুগ প্রতিনিধিঃ ঢাকার উত্তরায় প্রকাশ্যে  নারী-পুরুষ কোপানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় কিশোর গ্যাংয়ের আরও তিন সদস্যের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন মো. আলফাজ মিয়া ওরফে শিশির (২২), সজীব (২০) এবং মেহেদী হাসান সাইফ (২৪)। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এ দিন তাদেরকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. দ্বীন ইসলাম। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে, এ মামলায় ১৮ ফেব্রুয়ারি মোবারক হোসেন ও রবি রয় নামে দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। জানা গেছে, কিশোর গ্যাং গ্রুপটির সদস্যরা গত ১৭ ফেব্রুয়ারি রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে উচ্চশব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছিল। এ সময় রিকশা থেকে মেহবুল হাসান ও সঙ্গে থাকা নারী নাসরিন আক্তার ইপ্তি প্রতিবাদ করেন। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের বাহিনীর ২০ থেকে ২৫ জনকে জড়ো করেন এবং তাদেরকে প্রকাশ্যে কোপায়। এ ঘটনায় ভুক্তভোগী  নাসরিন আক্তার ইপ্তি বাদী হয়ে মঙ্গলবার সকালে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments