Tuesday, September 2, 2025
Homeদেশজুড়েইসলামিক ফাউন্ডেশনের ১১ সদস্যের বোর্ড অব গভর্নরস গঠিত

ইসলামিক ফাউন্ডেশনের ১১ সদস্যের বোর্ড অব গভর্নরস গঠিত

আলোর যুগ প্রতিনিধিঃ ইসলামিক ফাউন্ডেশনের ১১ সদস্যের বোর্ড অব গভর্নরস পুনর্গঠিত হয়েছে। এতে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টাকে চেয়ারম্যান ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে সদস্য সচিব করা হয়েছে। গত সোমবার (১৮ নভেম্বর) সহকারী সচিব এ এইচ এম আক্তারুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদাধিকার বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যান, ধর্ম সচিব, ইসলামি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।

তা ছাড়া দেশের আলেম-ওলামাদের মধ্য থেকে সরকার মনোনীত ৫ জন গভর্নর হলেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী মসজিদের খতিব মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহির জাবেরী, বরিশালের চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি, ঢাকা মোহাম্মদপুরের জামেয়া রহমানিয়া আরাবিয়ার মহাপরিচালক মাওলানা মাহফুজুল হক, ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল ড. খলিলুর রহমান মাদানী ও পটুয়াখালীর ওয়ায়েজিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ মো. নেছারুল হক।

প্রজ্ঞাপনে বলা হয়, পদাধিকার বলে নিযুক্ত গভর্নররা ছাড়া অন্য গভর্নরদের মেয়াদকাল এ প্রজ্ঞাপন জারির দিন থেকে ৩ বছর হবে। তবে ৩ বছর অতিক্রান্ত হলেও তার বা তাদের স্থলে সরকার নতুন গভর্নর মনোনয়ন না দেওয়া পর্যন্ত তিনি বা তারা দায়িত্ব পালন করে যাবেন। তাতে আরও বলা হয়, সরকার প্রয়োজনবোধে যেকোনো সময় পদাধিকার বলে নিযুক্ত গভর্নর ছাড়া অন্যান্য গভর্নর বা গভর্নরদের পরিবর্তন বা তার/তাদের পদ শূন্য ঘোষণা করতে পারবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments