Friday, December 27, 2024
Homeবাংলাদেশইসরায়েলে ইরানের ব্যাপক হামলা, কঠোর জবাব চান মার্কিন স্পিকার

ইসরায়েলে ইরানের ব্যাপক হামলা, কঠোর জবাব চান মার্কিন স্পিকার

আলোর যুগ প্রতিনিধিঃ ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা শুরু করেছে ইরান। সম্প্রতি সিরিয়ার রাজধানীতে ইরানি কনস্যুলেটে হামলার জবাবে রবিবার গভীর রাতে সরাসরি ইসরায়েলের মাটিতে এই হামলা শুরু করে তেহরান। ইরানের এই হামলার কঠোর জবাব দিতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার।

সোশ্যাল মিডিয়া পোস্টে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন ইসরায়েলের ওপর ইরানের ‘ভয়াবহ’ আক্রমণের নিন্দা জানিয়ে বলেছেন, “আমি ইরানকে যথাযথ জবাব দেওয়ার প্রক্রিয়ার জন্য হোয়াইট হাউসের সাথে জড়িত থাকব। বাইডেন প্রশাসন ইসরায়েলকে অবমূল্যায়ন করা এবং ইরানের তুষ্টি এই ভয়ানক উন্নয়নে অবদান রেখেছে।”

যদিও বাইডেন ইসরায়েলের জন্য নিঃশর্ত সমর্থন প্রদান করেছেন এবং ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন, তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীরা প্রায়ই তেহরানের প্রতি তার দৃষ্টিভঙ্গিকে দুর্বল বলে আখ্যা দিয়ে থাকেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments