Friday, November 22, 2024
Homeআন্তর্জাতিকইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় গাজায় নিহত ৭৭

ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় গাজায় নিহত ৭৭

আলোর যুগ প্রতিনিধিঃ ইসরায়েলে হামাসের হামলা এবং ইসরায়েলের পাল্টা হামলার মধ্য দিয়ে শুরু হওয়া গাজা যুদ্ধের এক বছর পূর্ণ হয়েছে গতকাল সোমবার। গতকালই গাজা উপত্যকাজুড়ে কমপক্ষে ৭৭ জনকে ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলে।

মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ৭৭ জন নিহত এবং ১৩৭ জন আহত হয়েছে। এর মধ্যে দিয়ে গাজায় মোট নিহতের সংখ্যা ৪১ হাজার ৯০৯ জন এবং আহতের সংখ্যা ৯৭ হাজার ৩০৩ জনে পৌঁছালো। তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ বহু মানুষ বিভন্ন ভবনের ধ্বংস্তূপের তলায় চাপা পড়েছে। তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।’

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। এতে এক হাজারের বেশি মানুষ মারা যায়, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। কয়েক শ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে আসে হামাসের যোদ্ধারা। হামাসের ওই হামলাকে ইসরায়েল নিজের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বিবেচনা করেছিল। তাই গাজায় ব্যাপক পরিসরে অভিযান চালায় ইসরায়েল। এতে গত এক বছরে প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার বড় একটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments