আলোর যুগ প্রতিনিধিঃ ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি এবার ইসরায়েলের বিরুদ্ধে নতুন ঘোষণা দিয়েছে। গোষ্ঠীটির মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ মেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত তারা। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, তেল আবিবের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে তাদের বাহিনী হামলা চালিয়েছে।
তিনি ঘোষণা করেছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই অভিযান চলবে। এসময় তিনি আরও জানান, ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ মেয়াদি যুদ্ধের জন্য সব রকম প্রস্তুতিই নিয়ে রেখেছে তাদের সামরিক বাহিনী।
গত বছরের অক্টোবর থেকে হামাসের সমর্থনে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে হুথি। বিশেষ করে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে হুথি। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি নানা স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে আসছে হুথি। সম্প্রতি হুথির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে।