আলোর যুগ প্রতিনিধিঃ স্পেন জানিয়েছে, তারা এবার আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে করা মামলায় দক্ষিণ আফ্রিকার পক্ষে যোগ দেবে। ওই মামলায় অভিযোগ করা হয়েছে, গাজায় আন্তর্জাতিক গণহত্যা কনভেনশন চুক্তি লঙ্ঘন করছে ইসরায়েল।
বৃহস্পতিবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস বলেন, ‘গাজায় (ইসরায়েলি) সামরিক অভিযান অব্যাহত থাকায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’ তার দাবি, গাজা সংঘাত বিস্তৃত পরিসরে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।
আলবারেসের দাবি, এটা কেবল গাজা ও মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর উদ্যোগ নয়, এটা আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকারও অংশ।স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের উদ্দেশ্য দ্বিরাষ্ট্র নীতির সমাধানের ভিত্তিতে এই যুদ্ধের একটা সমাপ্তি টানা।