আলোর যুগ প্রতিনিধিঃ সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের সামরিক বাহিনীর চালানো হামলায় ইরানের অন্তত দুইজন সৈন্য নিহত হয়েছেন। ইসরায়েলে ইরানের হামলার এক মাস যেতে না যেতেই শনিবার রাতে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরান-ইসরায়েলের এই হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে পুরোমাত্রার যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়েছে। খবর আল-জাজিরার।
ইসরায়েলি হামলায় দুইজন সেনা নিহত হয়েছে বলে এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, গত রাতে আমাদের দুইজন যোদ্ধা ইহুদিবাদী শাসকগোষ্ঠীর ক্ষেপণাস্ত্রের মোকাবিলা করার সময় চূড়ান্ত আত্মত্যাগ করেছেন। তবে ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন, দেশ এখন স্বাভাবিক অবস্থায় আছে এবং সকল ফ্লাইট চালু হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাতে ইরানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আই২৪ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ১৪০টি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে। এর আগে, গত ১ অক্টোবর ইসরায়েলের তেল আবিব-সহ একাধিক শহরে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ওই হামলার প্রতিশোধে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়ে আসছিল ইসরায়েল। ইরানি হামলায় সেই সময় ইসরায়েলে একজনের প্রাণহানি ঘটে।