Thursday, January 8, 2026
Homeআন্তর্জাতিকইরানে বিক্ষোভ ছড়িয়েছে ২৭ প্রদেশে, নিহত ৩৬

ইরানে বিক্ষোভ ছড়িয়েছে ২৭ প্রদেশে, নিহত ৩৬

আলোর যুগ প্রতিনিধিঃ ইরানে অর্থনৈতিক দুর্দশা ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে চলমান বিক্ষোভ আরও তীব্র হয়ে উঠছে। ইতোমধ্যে দেশটির ৩১টি প্রদেশের মধ্যে ২৭টিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। টানা ১০ দিনের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি।

সংগঠনটির তথ্যে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৩৪ জন বিক্ষোভকারী এবং দুজন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি। নিহতদের মধ্যে চারজনের বয়স ১৮ বছরের নিচে। একই সঙ্গে ৬০ জনের বেশি বিক্ষোভকারী আহত এবং ২ হাজার ৭৬ জনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত ইরানি কর্তৃপক্ষ কোনো সরকারি মৃত্যুর সংখ্যা প্রকাশ করেনি। তারা শুধু জানিয়েছে, সংঘর্ষে তিনজন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম জানায়, পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশের মালেকশাহী এলাকায় এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ওই প্রতিবেদনে হামলাকারীদের ‘দাঙ্গাকারী’ হিসেবে উল্লেখ করা হয়।

এর আগে রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজার এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের সময় নিরাপত্তাবাহিনী টিয়ারগ্যাস ছোড়ে। তখন বিক্ষোভকারীরা ইরানের ধর্মীয় শাসকদের বিরুদ্ধে স্লোগান দেন। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মূল্য বড় ধরনের পতন ঘটেছে। যার প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর তেহরানে দোকানিরা রাস্তায় নামার মধ্য দিয়ে এই বিক্ষোভ শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণরা বিক্ষোভে যোগ দিলে আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ে।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, গত এক বছরে রিয়ালের রেকর্ড দরপতন ও মুদ্রাস্ফীতি ইরানের সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে। পারমাণবিক কর্মসূচি ঘিরে নিষেধাজ্ঞা, দুর্নীতি ও দুর্বল ব্যবস্থাপনার কারণে দেশটির অর্থনীতি প্রবল চাপের মুখে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments