আলোর যুগ স্পোর্টসঃ ইনজুরির দীর্ঘ তালিকার কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডে দল দিতে দেরি হচ্ছে টাইগারদের। নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়রা ফিট হবার লড়াইয়ে। অন্যদিকে, ছুটি নিয়েছেন মুস্তাফিজ। আর সাকিবকে নিয়ে আছে সীমাবদ্ধতা।
উজ্জীবিত নাজমুল শান্তকে দেখে স্বস্তি ফিরতে পারে তবে বাস্তবে এমন কিছু নয়। ফিল্ডিং শুরু করলেও ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে সুখবর নেই। টেস্টের মত শঙ্কায় ওয়ানডে সিরিজও। দ্বিতীয় ফিটনেস টেস্টে ইতিবাচক রেজাল্ট পেয়েছে বিসিবি। অন্তত শেষ ওয়ানডে খেলতে ক্যারিবিয়ানের বিমান ধরতে পারেন বাংলাদেশ অধিনায়ক। তবে টি-টোয়েন্টি স্কোয়াডে থাকছেন নিশ্চিত।
মূলত নাজমুল শান্তর ফিটনেস ইস্যুর কারণে এখনো ওয়ানডে স্কোয়াড দেয়নি বিসিবি। নতুন করে যোগ হয়েছে তাওহীদ হৃদয়ের ইনজুরি। তাই আরও সময় নিচ্ছে নির্বাচকরা। ওয়ানডে স্কোয়াড সাজাতে ভালোই বেগ পেতে হচ্ছে তাদের। মুস্তাফিজের ছুটি, সাকিবের শর্ত আর মুশফিকের ইনজুরি কঠিন করে তুলেছে হিসাব।
ক্যারিবিয়ানে খেলা হলে ভিসা নিয়েও ভাবতে হয়। আগেভাগে পরিকল্পনা ছাড়া ওয়েস্ট ইন্ডিজে পাঠানো সহজ নয়। তাই গায়ানায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলা ক্রিকেটারদের ওপর নজর রেখেছে নির্বাচকরা। সাতমাস পর ওয়ানডে দলে ফিরছেন লিটন দাস। মুশফিকের অভাব আপাতত লিটনকে দিয়ে পূরণ করতে চাইবে টিম ম্যানেজমেন্ট।