Thursday, November 21, 2024
Homeখেলাইতালির সঙ্গে নেশন্স লিগের কোয়ার্টারে ফ্রান্স

ইতালির সঙ্গে নেশন্স লিগের কোয়ার্টারে ফ্রান্স

আলোর যুগ স্পোর্টসঃ উয়েফা নেশন্স লিগের গ্রুপ ‘বি’ থেকে শেষ আট নিশ্চিত করেছে ইতালি ও ফ্রান্স। তবে কোয়ার্টারে উঠলেও হতাশ ফ্রান্স। সবশেষ ম্যাচে ঘরের মাঠে দলটি হারাতে পারেনি ইসরায়েলকে। গোলশূন্য ড্র’ হয়েছে ম্যাচটি। অন্যদিকে বেলজিয়ামকে ০-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইতালি।

নিজেদের মাঠে এদিন বল দখলে আধিপত্য বিস্তার করলেও জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি ফ্রান্সের। পুরো ম্যাচে ৭১ শতাংশ বলের দখল রেখে ২৪টি শট নেয় দিদিয়ের দেশমের দল, যার ৮টিই ছিল লক্ষ্যে। বিপরীতে ২৯ শতাংশ বলের দখল রেখে ইসরায়েল শট নেয় মাত্র ৩টি। কিন্তু মাঠের পারফরম্যান্সের এই ব্যবধানও মেটাতে পারেনি ফ্রান্সের গোলের তৃষ্ণা। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ফ্রান্সকে।

তবে ম্যাচের ফল পক্ষে না এলেও অপর ম্যাচে বেলজিয়ামকে ইতালি হারিয়ে দেওয়ায় শেষ আট নিশ্চিত হয়েছে ফ্রান্সের। একই রাতে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে ইতালি। ব্রাসেলসে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের ১১ মিনিটে করা সান্দ্রো টোনালির গোলই গড়ে দিয়েছে পার্থক্য।

ম্যাচ শেষে যা নিয়ে ইতালির কোচ লুসিয়ানো স্পালেত্তি বলেন, ‘ছেলেরা অনেক ভালো খেলেছে। দ্বিতীয়ার্ধে আমরা যদিও ধার হারিয়েছি, বিশেষ করে বল দখলে রাখার ক্ষেত্রে। যে কারণে অনেক ভুল পাসও দিয়েছি। ম্যাচের আগেই আমি বলেছিলাম, এই ধরনের ম্যাচে বলের দখল রাখতে হবে। এটাই ম্যাচ নিয়ন্ত্রণে রাখার কৌশল।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments