Thursday, December 19, 2024
Homeআন্তর্জাতিকইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার অন্তত ১০০ সেনা নিহত হয়েছে : দক্ষিণ কোরিয়া

ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার অন্তত ১০০ সেনা নিহত হয়েছে : দক্ষিণ কোরিয়া

আলোর যুগ প্রতিনিধিঃ এই ডিসেম্বরে অন্তত ১০০ জন উত্তর কোরিয়ার সেনা ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্য লি সিওং কুইউন। এইসব কোরিয়ানকে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে সে দেশে পাঠানো হয়েছিল। সিউল থেকে এফপি এ খবর জানায়।

পিয়ংইয়ং হাজার হাজার উত্তর কোরিয়ান সৈন্যকে রাশিয়াতে পাঠিয়েছে রুশ বাহিনীকে শক্তিশালী করতে। এমনকি কুরস্ক সীমান্তেও উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েন আছে। সাংসদ লি বলছেন, যেখানে ডিসেম্বরে উত্তর কোরিয়ার সৈন্যরা সতিক্যারের যুদ্ধে অংশ নেয় এবং অন্তত পক্ষে ১০০ জন প্রাণ হারায়। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা বলছে আহতদের সংখ্যা প্রায় হাজার।

মাত্রাতিরিক্ত হতাহতের কারণ হিসাবে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা অপরিচিত যুদ্ধ ক্ষেত্রের কথা হিসাবে উল্লেখ করেছে। যেখানে উত্তর কোরিয়ার সৈন্যদেরকে সামনের দিকে ব্যবহার করা হচ্ছে। তাছাড়া, এনআইএস ড্রোন আক্রমণ প্রতিহত করতে উত্তর কোরিয়ার সৈন্যদের অদক্ষতাকেও মৃত্যুর কারণ হিসাবে বলেছে। জাতীয় গোয়েন্দা সংস্থার উদ্ধৃত দিয়ে সাংবাদিকদের লি আরো বলেছেন, ড্রোন বিষয়ে অজ্ঞতার কারণে উত্তর কোরিয়ার সৈন্যরা এখন রুশ বাহিনীর কাছে একটা ঝামেলা হিসাবে দেখা দিয়েছে। বাড়তি শক্তির যোগান দেওয়া তো দুরে থাক।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে হামলা চালালে উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে সামরিক সখ্যতা গড়ে উঠে। জুনে একটা ঐতিহাসিক চুক্তিতে উত্তর কোরিয়া এবং রাশিয়া সাক্ষর করে যা এই ডিসেম্বরে কার্যকরী হয়। বিশ্লেষকরা বলেছেন, এই যুদ্ধে জড়িয়ে কিম রাশিয়ার কাছ থেকে উন্নত প্রযুক্তির জ্ঞান অর্জন করতে চায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments