আলোর যুগ প্রতিনিধিঃ ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনে জানিয়েছে, এই হামলায় অন্তত ২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন। রাশিয়ার রাতভর চালানো এই হামলায় কিয়েভের নানা প্রান্তে আগুন ছড়িয়ে পড়ে।
ইউক্রেন কর্তৃপক্ষ বলছে, কিয়েভের কেন্দ্রীয় এলাকার একটি আবাসিক ভবনের ছাদে একটি ড্রোনের ধ্বংসাবশেষ আঘাত হানে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কিয়েভের আকাশে বিস্ফোরণ। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা ঠেকানোর চেষ্টা করছে। ইউক্রেনের সেনাবাহিনীও রাশিয়ায় পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে ইউক্রেনে ৭২৮ ড্রোন দিয়ে বড় আঘাত হানে। এই হামলায় ১৩টি ক্রুজ মিসাইলও ব্যবহারও করেছে মস্কো। বৃহস্পতিবার সকালে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির ছয়টি শহরে রাশিয়ার হামলার খবর পাওয়া গেছে। টেলিগ্রাম চ্যানেলে তারা বলেছে, আবাসিক ভবন, গাড়ি, গুদাম, কার্যালয়ে হামলা চালানো হয়েছে।