
আলোর যুগ প্রতিনিধিঃ এক রাতে ইউক্রেনের ২৪৯টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এই ড্রোন হামলায় অন্তত ১৯ জন হতাহত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে তিনজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ১৬ জন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর স্থানীয় সময় ২৪ নভেম্বর দিবাগত রাত ১১টা থেকে ২৫ নভেম্বর সকাল সাতটা পর্যন্ত রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ২৪৯টি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে কৃষ্ণ সাগরে ছিল ১১৬টি। আর দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদর এবং রোস্তভ এলাকায় ছিল ৯২টি।
