আলোর যুগ স্পোর্টসঃ চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিং করছে নিউজিল্যান্ড। ৭৩ রানে ৩ উইকেট হারিয়ে তারা কিছুটা চাপে পড়লেও সেই চাপ কাটিয়ে তোলেন ওপেনার উইল ইয়ং এবং টম লাথাম। দীর্ঘ আট বছর পর শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম বল মোকাবিলা করেন ইয়ং। এবং প্রথম সেঞ্চুরিটাও আসে তার ব্যাট থেকে।
করাচিতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের টপ-অর্ডারের তিন ব্যাটসম্যানই ব্যর্থ হন। ডেভন কনওয়ে মাত্র ১৭ বলে ১০ রান করে আউট হন। দলের ৩৯ রানে আবরার আহমেদের বলে বোল্ড হন তিনি।এরপর, এক রান যোগ হতে না হতেই উইলিয়ামসন আউট হন। নাসিম শাহ’র বলে উইকেটের পিছনে রিজওয়ানের ক্যাচ হয়ে ফিরে যান। তার ব্যাট থেকে আসে মাত্র ২ বলে ১ রান।
ড্যারিল মিচেলকে নিয়ে ইয়ং চেষ্টা করেন জুটি গড়ার, কিন্তু হ্যারিস রউফের শর্ট লেংথের বল পুল শটে আফ্রিদির হাতে ধরা পড়ে মিচেল। ২৪ বলে ১০ রান করেন তিনি। এরপর, চতুর্থ উইকেট জুটিতে টম লাথামের সঙ্গে এগোতে থাকেন ইয়ং। ১০৭ বলে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন ইয়ং। অন্যদিকে, লাথাম ফিফটির দিকে এগোচ্ছেন।