Saturday, December 28, 2024
Homeবিনোদনআল্লু অর্জুনকে বাঁচাতে মাঠে নামলেন প্রযোজক বাবা

আল্লু অর্জুনকে বাঁচাতে মাঠে নামলেন প্রযোজক বাবা

আলোর যুগ বিনোদনঃ ভারতের হায়দরাবাদে ‘পুষ্পা টু’ ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে ভক্তের মৃত্যু ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকার সহায়তা দিয়ে সাহায্য করেছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। তবে শুধু এই সাহায্যে রক্ষা হয়নি দক্ষিনী এই সুপাস্টারের।

এর পর থেকে যেনো আল্লুর বিপদ বেড়েই চলেছে। আল্লুর আপদ তো আর কমছে না। কয়েকদিন আগেই পুলিশের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন আল্লু অর্জুন। নায়ককে করা হয় কঠিন সব প্রশ্ন। শোনা যাচ্ছে, পুরো বিষয়টি নিয়ে খুব চাপের মাঝে আছেন অর্জুন।

এবার নতুন খবর হল, ছেলেকে বিপদ থেকে বাঁচাতে এবার মাঠে নামলেন আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ। পরিস্থিতি সামলাতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর রেবন্ত রেড্ডির সঙ্গে দেখা করলেন আল্লুর বাবা। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করলেন পুরো পরিস্থিতি খতিয়ে দেখার।

পদপিষ্ট হয়ে সেই নারীর মৃত্যুর ঘটনায় বিপাকে আল্লু অর্জুনসহ, পুরো পুষ্পা টিম। এই ঘটনাকে কেন্দ্র করেই একরাত জেলেও থাকতে হয়েছিল আল্লুকে। আপাতত, জামিনে তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন।

জেল থেকে বের হয়ে এই ঘটনার জন্য দুঃখপ্রকাশও করেছেন আল্লু ও ছবির প্রযোজক। তবে সমস্যার সমাধান হয়নি। সম্প্রতি পুলিশি ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন আল্লু। আর এবার নারী অনুরাগীর পরিবারকে ২ কোটি অর্থ সাহায্য করলেন আল্লু অর্জুন ও ‘পুষ্পা’ ছবির প্রযোজক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments