আলোর যুগ স্পোর্টসঃ কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডা মুখোমুখি হবে ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তার আগে পুরোদমে অনুশীলনে ব্যস্ত আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনা ও কানাডার সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল ৬ টায়।
কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতা ছিল। পরে ম্যাচের ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকারে। আর টাইব্রেকারে আর্জেন্টিনার জয়ের নায়ক ছিলেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। টাইব্রেকারে ইকুয়েডর খেলোয়াড়দের নেওয়া দুটি শট ঠেকিয়ে দেন এমি মার্তিনেজ।
টিওয়াইসি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় আর্জেন্টিনা ফুটবল দলের অনুশীলনের ভিডিও রেকর্ড চলছে। তখন ভিডিও রেকর্ডের সময় এমি মার্তিনেজ ক্যামেরার সামনে এসে দলের সতীর্থ এবং আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন।
তিনি বলেন, “আরও একবার (জয়) তারপরই ফাইনাল।” এখানে মার্তিনেজ বুঝাতে চেয়েছেন আর একটি জয় পেলেই দল ফাইনালে উঠবে। এবার কোপা আমেরিকাতে গ্রুপ পর্বেও মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও কানাডা। সেই ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে হারিয়েছিল কানাডাকে।