Tuesday, July 22, 2025
Homeক্রিকেটআর্শদীপের চোটে ভারতীয় দলে ডাক পেলেন কাম্বোজ

আর্শদীপের চোটে ভারতীয় দলে ডাক পেলেন কাম্বোজ

আলোর যুগ স্পোর্টসঃ ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ভারতীয় দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার আনশুল কাম্বোজ। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হচ্ছে আগামী ২৩ জুলাই। এর আগে অনুশীলনের সময় বল থামাতে গিয়ে হাত কেটে চোট পান আর্শদীপ সিং। তার জায়গায় অস্থায়ী বিকল্প হিসেবে দলে নেওয়া হয়েছে কাম্বোজকে।

এর আগে ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দুটি আনঅফিশিয়াল টেস্ট খেলেছেন কাম্বো। সেখানে মোট পাঁচটি উইকেট নেন তিনি। দ্বিতীয় ম্যাচে একটি হাফ সেঞ্চুরিও করেন। এই পারফরম্যান্সের পর তাকে দলে ডাকল ভারতীয় বোর্ড।

২০২৫ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন কাম্বোজ। আইপিএলে এই পেসার আট ম্যাচে নিয়েছেন আট উইকেট। তার বোলিং গড় ছিল ২১.৫০ এবং ইকোনমি ছিল ওভারপ্রতি ৮ রান ।

রঞ্জি ট্রফিতে একটি অসাধারণ রেকর্ড রয়েছে কাম্বোজের। ২০২৪-২৫ মৌসুমে কেরালার বিপক্ষে এক ইনিংসে ১০টি উইকেট নেন তিনি। তার বোলিং ফিগার ছিল ৩০.১ ওভারে ৪৯ রানে ১০ উইকেট। রঞ্জির ইতিহাসে এটি মাত্র তৃতীয়বার ঘটেছে।

তার আগে, এই কীর্তি গড়েছিলেন বাংলার প্রেমাংশু চ্যাটার্জি (১০/২০) এবং রাজস্থানের প্রদীপ সুন্দরম (১০/৭৮)। কেরালা ওই ম্যাচে অলআউট হয়ে যায় ২৯১ রানে। এই পারফরম্যান্সই কাম্বোজকে আলোচনায় নিয়ে আসে।

প্রথম শ্রেণির ক্রিকেটে কাম্বোজের রয়েছে ৭৯ উইকেট, গড় ২২.৮৮ ও ইকোনমি ৩.১০। এছাড়া লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি মিলিয়ে তার নামের পাশে রয়েছে আরও ৭৪টি উইকেট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments