Friday, August 15, 2025
Homeখেলাআর্জেন্টিনার কাছে নাকানিচুবানি খাওয়ায় ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক

আর্জেন্টিনার কাছে নাকানিচুবানি খাওয়ায় ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক

আলোর যুগ স্পোর্টসঃ ২০২৬ বিশ্বকাপ বাছাপর্বের ম্যাচে আর্জেন্টিনার কাছে রীতিমত বিধ্বস্তই হয়েছে ব্রাজিল। আর্জেন্টিনার ঘরের মাঠ এস্তাদিও মনুমেন্তালে বল দখল, গোলে শট কিংবা আক্রমণ প্রতি আক্রমণ-মার্কিনিয়োস-রাফিনিয়ারা পিছিয়ে ছিল সব বিভাগে। বিশ্বকাপ বাছাইয়ে হারটাও এসেছে বড়সড়। ৪-১ গোল ব্যবধানের সেই হার সহ্য হচ্ছে না মার্কিনিয়োসের। ২০১২ সালের পর এবারই প্রথম আর্জেন্টিনার কাছে চার গোল হজম করেছে ব্রাজিল।

তাই ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিলের অধিনায়ক। বিশ্বকাপে যাওয়ার লড়াইয়ে সামনের ম্যাচগুলোতে সতীর্থদের ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে রেখেছেন মার্কিনিয়োস। বুয়েন্স এইরেসে ম্যাচের পর ব্রাজিল অধিনায়ক বলেছেন, ‘এখানে যা করেছি, সেটা আবার হোক চাই না। হিট অব দ্য মোমেন্টে এখন বিবেচনার সঙ্গে কিছু বলা কঠিন। এটা ভীষণ বিব্রতকর আমাদের জন্য।’ ২০১২ সালের পর এবারই প্রথম আর্জেন্টিনার কাছে এটি ছিল সেলেসাওদের বড় ব্যবধানে পরাজয়। তাছাড়া বাছাই পর্বে সর্বশেষ ৪ ম্যাচে জিতেছে মাত্র একটি। বড় হারে ২১ পয়েন্ট নিয়ে এখনো শঙ্কার দোলাচলে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে নাকানিচুবানি খাওয়ার পর মার্কিনিয়োস ক্ষমা চেয়েছেন, ‘আমরা শুরুটা ভীষণ বাজেভাবে করেছি। যা করতে পারি, সেটার চেয়েও ছিল নিচুমানের। আর প্রতিপক্ষ ছিল আত্মবিশ্বাসের তুঙ্গে। তারা জানে কীভাবে খেলতে হয়। ভক্তদের কাছে তাই দুঃখপ্রকাশ করছি।’ কোচ দরিভাল জুনিয়রও বাছাইয়ের পারফরম্যান্স দিয়ে ভক্তদের আস্থা অর্জন করতে পারছেন না। ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর সর্বশেষ ১৬ ম্যাচে তার অধীনে ব্রাজিল জিতেছে ৭ ম্যাচ। সামনে কঠিন পথ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments