Wednesday, March 12, 2025
Homeআন্তর্জাতিকআর্জেন্টিনায় প্রবল বৃষ্টি ও বন্যায় মৃত্যু বেড়ে ১৩

আর্জেন্টিনায় প্রবল বৃষ্টি ও বন্যায় মৃত্যু বেড়ে ১৩

আলোর যুগ প্রতিনিধিঃ দক্ষিণ আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় ঝড় ও প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া রবিবার (৯ মার্চ) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, শনিবার স্থানীয় কর্তৃপক্ষ ১৩ জন মৃত্যুর বিষয়টি জানিয়েছে। তারা সতর্ক করে দিয়েছে যে, উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যাটি আরও বাড়তে পারে।

কয়েক ঘণ্টার মুষলধারে প্রবল বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে, যার ফলে শহর এবং আশেপাশের এলাকা বন্ধ হয়ে গেছে। কমপক্ষে এক হাজার ৫৯ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যার পানি ডক্টর হোসে পেন্না জেনারেল হাসপাতালকে প্লাবিত করেছে, যার ফলে কর্মীরা নবজাতক সহ রোগীদের নিরাপদ স্থানে স্থানান্তর করতে বাধ্য হয়েছে।

আকস্মিক বন্যায় হাসপাতাল প্লাবিত হয়েছে। আশেপাশের এলাকাগুলো দ্বীপে পরিণত হয়েছে। শহরের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মেয়রের কার্যালয় জানিয়েছে, রাজধানী বুয়েনস আইরেস থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ৩ লাখ ৫০ হাজার বাসিন্দার এই শহরে আরো অনেকের হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে কমপক্ষে পাঁচজন বন্যার পানিতে ডুবে থাকা সড়কে মারা গেছেন। সম্ভবত দ্রুত বয়ে যাওয়া পানির কারণে তাদের গাড়িতে আটকা পড়ায় তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। প্রাদেশিক নিরাপত্তামন্ত্রী জাভিয়ের আলোনসো বলেন, শুক্রবার সকাল থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিপাতের ফলে মাত্র আট ঘণ্টায় ওই অঞ্চলে ৪০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। যা সাধারণত পুরো বছরে বাহিয়া ব্লাঙ্কায় যত বৃষ্টিপাত হয় তার সমান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments